1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে! শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:৫৬ পিএম

৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে! শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে! শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিতর্ক চলছে জোর কদমে। এর মধ্যেই শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন পুরস্কার দিতে গিয়ে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রাজ্যে আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এদিকে একইসঙ্গে নিয়োগের পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী জানান, "আমরা কারোর চাকরি খাই নি। আমরা নিয়োগ করতে চাই। শীঘ্রই বাংলায় ৮৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে।"অন্যদিকে নিয়োগ এর ঘোষণার পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে যে তরজা চলছে রাজ্যে সেই প্রসঙ্গেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "দুর্নীতি নিয়ন্ত্রণে পুরো ক্ষমতা আমার নেই। সব ক্ষমতা ভগবানেরও নেই, আর আমি তো মানুষ। একজন যদি কোন ভুল করে থাকে তাহলে সবাইকে তা দিয়ে বিচার করা ঠিক নয়। সবকিছু ঠিক করে দেওয়া কিভাবে সম্ভব"।

এরপরেই এদিনের অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, " তিনি জানিয়েছেন, "কাজ করতে গেলে একটা আধটা ভুল হয়। মধ্যপ্রদেশের কেসটা দেখেছিলেন তো নিচু তলার কেলেঙ্কারি করলে উপর তলায় চলে আসে।" পাশাপাশি তৃণমূল সরকারের আমলে বাম আমলের থেকেও অনেক বেশি শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হয়েছে হলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন